কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। যৌথবাহিনীর অভিযানে জেলা শহরের কালিশঙ্করপুর এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে কালীশংকরপুরের সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার অপরাধজগতের আলোচিত নাম সুব্রত বাইন। নব্বইয়ের দশকে আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম ছিল শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়। তার বিরুদ্ধে হত্যা-জখমসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা প্রকাশ হয়, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিস জারি রয়েছে।
https://slotbet.online/