খালাস পেয়ে যা বললেন শফিক রেহমান

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান আপিলে খালাস পেয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ তারিক এজাজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুস সালাম হিমেল।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় শফিক রেহমান বলেন, “সুদীর্ঘ নয় বছর পর সত্যের বিজয় হয়েছে। আমি মাননীয় বিচারকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো, বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।”

মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে শুরু করে মামলার দায়ের পর্যন্ত বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও এর জোটভুক্ত দলগুলোর কয়েকজন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশে একাধিক স্থানে বৈঠক করে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা করার ষড়যন্ত্র করেন।

২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন। এরপর তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় সজীব ওয়াজেদ জয়সহ মোট ১২ জন সাক্ষ্য দেন।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ মামলার রায়ে শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন।

পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন শফিক রেহমান। এর অংশ হিসেবে ২০২3 সালের ৩০ সেপ্টেম্বর তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তখন তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার এবং সাজা স্থগিত করেন।

সর্বশেষ ২০২৫ সালের ২৭ এপ্রিল আপিলের শুনানি শেষে আদালত আজ (২৭ মে) রায়ের দিন ধার্য করেন এবং শুনানির ভিত্তিতে সাংবাদিক শফিক রেহমানকে খালাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/