জামালপুরে কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। পৃথক অভিযানে তাদের জামালপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিন নেতা হলেন—জামালপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কানন এবং মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) নাজমুস সাকিব জানান, মঙ্গলবার (২৭ মে) ভোররাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মোখলেছুর রহমান জিন্নাহকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে জামালপুর মেডিকেল কলেজের সামনে মনিরাজপুর এলাকা থেকে কামরুন্নাহার কাননকে গ্রেপ্তার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। এছাড়া, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
https://slotbet.online/