[ad_1]
ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক ও বিশ্ব মিডিয়ার সম্পাদক-প্রকাশক আব্দুল খালেক লাভলুকে সভাপতি এবং সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটিতে মোট ১৯ জন সদস্য স্থান পেয়েছেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম। নির্বাচন কমিশনার হিসেবে আরও ছিলেন দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ মো. আব্দুল বাছেদ আকন এবং দৈনিক সমাজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক সোহাগ ইউনুস।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মো. সলিম গাজী এবং সহ-সভাপতি হয়েছেন দৈনিক জনতার আবু জাফর। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দেশ টিভির এম এ আজিম ও এটিএন নিউজের গাজী শাহীন। কোষাধ্যক্ষ হয়েছেন বার্তা২৪.কমের আল আমিন রাজু।
এনটিভির মো. মিরন আহমেদ সাংগঠনিক সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশের এম সোলায়মান দফতর সম্পাদক এবং এটিএন নিউজের সোহাগ বিশ্বাস প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের আহমেদ ফেরদাউস খান, আর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন এনটিভির নাহিদ হোসেন প্রিন্স।
জনকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিটিভির নাসির আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর রুকাইয়া নাজরিন তাহরা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টিভির ফাহিম মোনায়েম, এখন টিভির এম. সুজন আকন, ফটো সাংবাদিক শাহাদাত হোসেন বাবুল, নিউজ২৪-এর তাওহীদুল ইসলাম এবং দৈনিক কালবেলার কবিরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বরগুনার উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com