[ad_1]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র এবং এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে হত্যার পেছনের রহস্য উদঘাটিত হয়েছে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম পরদিন ১৪ মে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই বিষয়টি তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবির দাবি, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে হত্যার পেছনের উদ্দেশ্য ও ঘটনার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com