[ad_1]
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষমা চান।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার রায়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম বলেন, “আমরা মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কোনো আচরণ বা কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “আমরা কখনোই দাবি করি না যে আমাদের ভুল নেই। আমাদের সংগঠনের কোনো সদস্য, কর্মী বা নেতার আচরণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন বা কষ্ট পান, তাদের প্রতি আমাদের নিঃশর্ত ক্ষমা চাওয়া রইলো।”
এ টি এম আজহারুল ইসলামের মামলার রায়ের বিষয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায়ে আজহারুল ইসলামের খালাস প্রমাণ করেছে—সত্যকে চিরকাল চেপে রাখা যায় না। মেঘের আড়াল যত গভীরই হোক, সত্য একদিন উঁকি দেবেই।”
সরকারের সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, “শেখ হাসিনার স্বৈরশাসন আমলে জামায়াতের শীর্ষস্থানীয় ছয় নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়েছে।” তিনি দাবি করেন, “আমাদের অনেক নেতার ওপর চাপ সৃষ্টি করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ঈমানের শক্তিতে অটল থেকেছেন। বাতিলের কাছে মাথা নত করেননি।”
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ কর্মসূচি ও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েও কথা বলেন জামায়াত নেতারা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com