[ad_1]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরজুড়ে থাকা বহু মূল্যবান গাছ অবহেলার কারণে ধ্বংসের মুখে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এসব গাছ শুকিয়ে যাচ্ছে কিংবা কেটে ফেলার পরও পড়ে থেকে পচে নষ্ট হচ্ছে—ফলে রাষ্ট্রীয় সম্পদের যেমন অপচয় হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশও।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একসময় রোপণ করা হয়েছিল সেগুন, গামারি, মেহগনি সহ নানা মূল্যবান প্রজাতির গাছ। কিন্তু দীর্ঘদিন ধরে গাছগুলোর কোনো পরিচর্যা নেই। অনেক গাছ ইতোমধ্যেই মারা গেছে, আর যেগুলো কেটে ফেলা হয়েছে, সেগুলোও নিলামে বিক্রির কোনো উদ্যোগ না থাকায় বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। অথচ এই গাছগুলো শুধু হাসপাতাল চত্বরে শোভা বাড়াত না, সঠিক ব্যবস্থাপনায় তা থেকে রাজস্বও আসত সরকারের ঘরে।
দীঘিনালার একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “এই গাছগুলো যদি রক্ষণাবেক্ষণ করা হতো, তাহলে শুধু পরিবেশই নয়, সরকারের আর্থিক লাভও হতো। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো আগ্রহই নেই।”
এ বিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বাবু তনয় চাকমা জানান, “গাছগুলো নিলামে দেওয়ার জন্য খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো অনুমোদন না পাওয়ায় নিলাম কার্যক্রম শুরু করা যায়নি। ফলে সরকারের রাজস্ব আদায়ও করা সম্ভব হয়নি।”
সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়া জরুরি। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল্যবান গাছগুলো অবিলম্বে রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনায় আনা না হলে, একদিকে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়বে, অন্যদিকে রাজস্ব হারিয়ে যাবে অপচয়ের গহ্বরে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com