ববিতে নজরুল জয়ন্তী উদযাপন – Bangla Affairs

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগ ও বাংলা সংসদের যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

“আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে”—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়। আলোচনা সভায় বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার, সঞ্জয় কুমার সরকার, মোহসিনা হোসাইন এবং সহকারী অধ্যাপক সাকিবুল হাসান, পম্পা রাণী মজুমদার ও প্রভাষক তাইয়্যেবুন নাহার (মিমি)।

উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সৃজনশীল ও মননশীল চর্চাকে উৎসাহ দিয়ে চলেছি। শিক্ষার্থীদের দাবি ও আগ্রহকে গুরুত্ব দিয়েই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গড়ে তুলতে কাজ করছি।”

বাংলা সংসদের ভিপি শহিদুল ইসলাম বলেন, “সাম্য, দ্রোহ ও প্রেমের কবি নজরুলের চিন্তা ও চেতনা জাতীয় জীবনে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।”

সভাপতির বক্তব্যে উন্মেষ রায় বলেন, “নজরুল ইসলাম তার সাহিত্য ও জীবনবোধের মাধ্যমে জাতি, ধর্ম ও লিঙ্গ-নির্বিশেষে মানবিক ঐক্যের যে বাণী ছড়িয়ে গেছেন, তা আজও বাঙালির জন্য অনুকরণীয়।”

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। ‘কারার ঐ লৌহ কপাট’, ‘বিদ্রোহী’, ‘চল চল চল’সহ কবির কালজয়ী রচনায় শ্রোতারা ফিরে যান কবির কাব্যজগতের গভীরতায়।

অনুষ্ঠানজুড়ে ছিল কবির সাহসিকতা, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অনুরণন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/