‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান কর্মসূচি টানা চারদিন পর আপাতত স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর পরবর্তী কর্মপন্থা ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে অবস্থানরত কর্মচারীদের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ দুপুর আড়াইটায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে আন্দোলনরত কর্মচারীদের একটি প্রতিনিধি দল সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে।
আন্দোলনের কারণে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সকাল থেকে সাংবাদিক ও দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১টার পর সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে সচিবালয়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একযোগে আন্দোলনে অংশ নিচ্ছেন। তাদের দাবি, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের অধিকার ক্ষুণ্ন করছে এবং তা দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
https://slotbet.online/