ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। ওইদিন নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার দুপুরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলের শুনানিতে এই আদেশ দেওয়া হয়। বেঞ্চের নেতৃত্ব দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।
রায়ের কপি হাতে পেয়ে ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। কিন্তু ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেন, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই গেজেট জারি করা হয়েছে।
ইশরাকের সমর্থকরা ইতোমধ্যে তার শপথ গ্রহণের দাবিতে আন্দোলনে নেমেছে। এ পরিস্থিতিতে এক আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়েছিলেন। কিন্তু ২২ মে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়। পরে এই আদেশের বিরুদ্ধে আবেদন করে আপিল করেন তিনি।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বৃহস্পতিবারের শুনানিতে।
https://slotbet.online/