কুড়িগ্রাম জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, “কুড়িগ্রাম জেলা দেশের অন্যান্য জেলার তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছে। এখানকার চরাঞ্চল ও সমতল এলাকার বৈচিত্র্যময় বাস্তবতা বিবেচনায় রেখে আলাদা বাজেট ও পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। তবেই কুড়িগ্রামের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা। তিনি বলেন, “রংপুর বিভাগ, বিশেষ করে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, শিক্ষা ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাঃ হুমায়ুন কবির, সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আবু সুফিয়ান, সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, মোঃ শাহীন আহমেদ, সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী প্রমুখ।
লোকজ যন্ত্র নির্মাতা সুমন চন্দ্র বলেন, “আমরা অর্থনৈতিক সংকটে পড়ে আমাদের পেশাগত যন্ত্রপাতি আধুনিকীকরণ করতে পারছি না। সমাজসেবা যদি পাশে থাকে, তাহলে আমরা এই ঐতিহ্যবাহী শিল্পকে ধরে রাখতে পারব এবং জীবনমান উন্নয়ন সম্ভব হবে।”
জেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ বাবু বলেন, “জেলায় প্রায় ৪৫০টি চর রয়েছে, যেখানে বসবাসরত মানুষের জীবনমান এখনও খুবই দুর্দশাগ্রস্ত। জেলা প্রশাসক নুসরাত সুলতানার আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। চরাঞ্চলের নারী যুবকদের নকশিকাঁথা ও শতরঞ্জি তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা প্রয়োজন।”
সেমিনারে জানানো হয়, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০টি সফট স্কিল ট্রেডে প্রশিক্ষণের আয়োজন, অর্থনৈতিক সহায়তা ও প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় জনমত ও অংশগ্রহণ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সেমিনার কুড়িগ্রামের প্রান্তিক জনগণের উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।
https://slotbet.online/