কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে দুই কৃষকের মৃত্যু

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


কুষ্টিয়ায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুই জন কৃষকের মৃত্যু ঘটেছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম।

প্রথমে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে আশরাফুল হোসেন কালুকে (৩৫) স্থানীয় একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

অপরদিকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে কামরুল প্রামানিক (৫০) স্থানীয় কলা বাগানে কাজ করার সময় একই ধরনের সাপে কামড়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কামরুলের ভাতিজা বিপুল প্রামাণিক জানান, তার চাচা সকালে কলা বাগানে কাজ করার সময় সাপে কামড় দেয়। সাপটি ধরে নিয়ে বাড়ি ফিরে আসেন, পরে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

আরএমও হোসেন ইমাম বলেন, দুজনই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/