চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই টোকিওতে পৌঁছান তিনি।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস। সফরপথে তিনি হংকংয়ে যাত্রাবিরতি করেন।
সফরকালে তিনি টোকিওতে আয়োজিত নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করবেন এবং উন্নয়ন সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে।
প্রধান উপদেষ্টা ইউনূস আগামী ৩১ মে দেশে ফিরবেন বলে প্রেস উইং জানিয়েছে।
https://slotbet.online/