[ad_1]
জামালপুর সদরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। গতরাতের (মঙ্গলবার) কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ জামালপুর পৌরসভার মাছিমপুর এলাকার মিন্টু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, গতরাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে নিজের ঘর থেকে বের হন মারুফ। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোজাখুজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। সকালে বাড়ির কাছে রেললাইনে তার দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা ঠান্ডাবাতাসের জন্য রেললাইনে বসার পর ঘুমিয়ে যান মারুফ। পরে রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন।
জামালপুর রেলওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। নিহত মারুফ মানসিক ভাবে অসুস্থ্য ছিলেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com