গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ মে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে বোরকা পরিহিত এক নারী মিষ্টির প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।
মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থেকে একজন অপহরণকারীকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ থেকে আরও দুইজনকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত নারীসহ তিনজনই একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি নাসিরুদ্দিন।
https://slotbet.online/