কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মোহাম্মদ আকরাম (৩৫) নামের এক যুবদল নেতাকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় মোটরসাইকেলযোগে চলাচলকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন।
আটক মোহাম্মদ আকরাম হ্নীলা ইউনিয়নের পুরাতন বাজার এলাকার বাসিন্দা রবিউল হোসাইন ও আয়েশা বেগম দম্পতির পুত্র। তিনি হ্নীলা ইউনিয়ন যুবদলের দক্ষিণ শাখার ৬নং ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজিবির বিবরণ অনুযায়ী, হোয়াইক্যং বিওপি’র টহল দল টেকনাফগামী একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাঁশ দিয়ে মোটরসাইকেলটি থামানো হয় এবং তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
https://slotbet.online/