[ad_1]
রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন মাজার রোডের হাদি প্লাজার নিচতলায় অবস্থিত ফেমাস ডেন্টাল নামক একটি ক্লিনিকে ভুয়া ডেন্টিস্ট হিসেবে কর্মরত হাবিবুর রহমান (হাবিব) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি কোনো শিক্ষা ও প্রশিক্ষণের সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন বা ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে দাঁত ও মুখের চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন।
স্থানীয়রা জানান, পূর্বে একজন নিবন্ধিত ডেন্টিস্টের অধীনে পরিচালিত এ ক্লিনিকটি হাবিবের দখলে যাওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম ও প্রতারণা শুরু হয়। সূত্র জানায়, হাবিব রুট ক্যানেলের মতো জটিল চিকিৎসার নামে সাধারণ রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। এছাড়া, নিম্নমানের উপকরণ ব্যবহার করে দাঁতের চিকিৎসা করানোয় অনেক রোগী শারীরিক জটিলতায় ভুগছেন।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, হাবিবের অসাবধানতাপূর্ণ চিকিৎসার কারণে কেউ কেউ মাথা ও মস্তিষ্কের মতো সংবেদনশীল অঙ্গে সমস্যার মুখোমুখি হয়েছেন, যা জীবনের ঝুঁকি বাড়িয়েছে। এ বিষয়ে পূর্বতন ডেন্টিস্টের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরও অভিযোগ রয়েছে, হাবিব উঠতি বয়সী নারী রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তার বিরুদ্ধে নৈতিকতা ও পেশাদারিত্ব লঙ্ঘনের প্রমাণও রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে আইনগত ঝামেলা এড়াতে অধিকাংশ ভুক্তভোগী পরিচয় প্রকাশে অনিচ্ছুক।
স্থানীয় বাসিন্দারা এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের কাছে দাবি তুলেছেন—অবিলম্বে এই ভুয়া ডেন্টিস্টের কার্যক্রম তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। জনবহুল এলাকায় কীভাবে লাইসেন্সবিহীন চিকিৎসক বছরের পর বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হাবিব প্রতিবেদককে সময় টেলিভিশনের হেড অব নিউজ হীরা এবং একুশে টেলিভিশনের বাবুলের নাম ব্যবহার করে হুমকি দেন ও আইনগত ব্যবস্থা নেওয়ার ভয় দেখান। তবে বাংলা অ্যাফেয়ার্স নিশ্চিত হয়েছে হীরা এবং বাবুল কেউই সাংবাদিকতা পেশায় নেই। এমনকি হীরা নিজেও স্বীকার করেছেন তিনি সাংবাদিক নন।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দারুস সালাম থানায় অভিযোগ জানানো হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, রোগীদের অবশ্যই বৈধ ও নিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিতে হবে, যাতে করে এ ধরনের প্রতারণা থেকে নিজেদের রক্ষা করা যায়।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com