নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জনগণের রায় বাস্তবায়নের জন্য একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার দরকার। কিন্তু নির্বাচন নিয়ে ইতোমধ্যে টালবাহানা শুরু হয়েছে। কথিত অল্প সংস্কার আর অতিরিক্ত সংস্কারের ঘূর্ণিতে জাতীয় নির্বাচন আজ দিকভ্রান্ত।”

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত “তারুণ্যের সমাবেশ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, “কোনো রাজনৈতিক দলই কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না, যদি না জনগণের ভোটে নির্বাচিত একটি স্বচ্ছ সরকার গঠন হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নির্বাচন প্রসঙ্গে সরকার নানা নাটকীয় কৌশল গ্রহণ করছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। নেতারা বলেন, “তরুণ প্রজন্মই আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের শক্তি, তাদের ঐক্যবদ্ধ আন্দোলনই দেশকে একটি সঠিক নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/