‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। বর্তমানে বিদেশ সফরে থাকা প্রধান উপদেষ্টা দেশে ফিরলে এ বিষয়ে তাকে অবহিত করা হবে।
বুধবার (২৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
তিনি বলেন, “কর্মচারীদের দাবি ও গতকালের আলোচনার বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে তিনি বিষয়টি তার কাছে তুলে ধরবেন।”
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা বর্তমানে জাপানে রাষ্ট্রীয় সফরে আছেন এবং ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন কয়েকজন সচিব।
বৈঠক শেষে সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, “কর্মচারীদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারের উচ্চপর্যায় থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।”
https://slotbet.online/