মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে চার দিনের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল উত্তপ্ত এক ঘটনা। বুধবার (২৮ মে) ম্যাচের দ্বিতীয় দিনে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল হলেও গুরুতর।
১০৫তম ওভারে বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডল প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকান। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার পেসার এনটুলি। ওভারের মাঝেই রিপনের দিকে এগিয়ে এসে কথা কাটাকাটি শুরু করেন তিনি। এক পর্যায়ে এনটুলি রিপনকে ধাক্কা দিতে উদ্যত হন এবং রিপনের হেলমেটে হাত দেওয়ারও চেষ্টা করেন।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে মাঠে দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা—মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব—দ্রুত এগিয়ে এসে দুই খেলোয়াড়কে আলাদা করেন। কিন্তু এনটুলি তখনো শান্ত হননি, তিনি রিপনকে উদ্দেশ করে হাত নাড়িয়ে কিছু বলছিলেন।
এ সময় রিপন মন্ডল নিজেকে নিয়ন্ত্রণে রেখে এনটুলির পরের বল ঠাণ্ডা মাথায় ডিফেন্ড করে খেলার প্রতি নিজের মনোযোগ ধরে রাখেন।
এই ম্যাচটি সিরিজ নির্ধারণী হওয়ায় দুই দলই জয়ের লক্ষ্যে খেলছে। সিরিজের প্রথম চার দিনের ম্যাচ চট্টগ্রামে ড্র হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে দুই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার সম্ভাবনা রয়েছে। ম্যাচ রেফারির প্রতিবেদনের পর বোঝা যাবে কী ধরনের শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য।
https://slotbet.online/