[ad_1]
আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা শ্রী আনন্দ বাদ্যকার (৪৩)কে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ডা গ্রামের মৃত মাখন বাদ্যকার ওরফে বুদু বাদ্যকারের ছেলে।
জামালপুর ডিবি পুলিশের ওসি মো. নাজমুস সাকিব বুধবার (২৮ মে) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করে জানান, আনন্দকে সরিষাবাড়ী থানায় হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)–এর নির্দেশে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে ডিবি-১ এর এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আনন্দের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্টও জারি রয়েছে বলে জানায় পুলিশ।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com