শিবিরকে কড়া হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবির ও গুপ্ত হামলাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকেই শান্তিতে থাকতে দেব না।”

বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের মেধাবী ছাত্র এবং ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ এই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্তের বদলে ডিএমপি কমিশনার একটি বক্তব্যে দাবি করেছেন যে, হত্যার রহস্য উন্মোচন হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা ডিএমপি কমিশনারের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।”

রাকিব আরও বলেন, “শুধু সাম্য নয়, সাম্প্রতিক সময়ে ঢাকায় আমরা আরও দুইজন সহকর্মীকে হারিয়েছি। তিতুমীর কলেজে গুপ্ত সংগঠনের ৮-১০ জন সদস্য প্রিন্সিপালের কক্ষে তালা মেরে তাণ্ডব চালিয়েছে। কুয়েটের ছাত্রদল নেতাকর্মীদের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠনের ওপরও হামলা হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “শিবির ও গুপ্ত রাজনীতির নামে যারা ক্যাম্পাসে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে এবং গত ১৫ বছরে ছাত্রদলের নিহত ও গুম হওয়া নেতাকর্মীদের বিচার না হলে, ছাত্রলীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, আমরা প্রয়োজনে নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধেও আন্দোলনে যেতে প্রস্তুত।”

সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব স্পষ্টভাবে জানান, সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন চলবে। “আমরা ন্যায়বিচার চাই, প্রতিহিংসা নয়। কিন্তু যদি আমাদের শান্তিপূর্ণ দাবিকে অবজ্ঞা করা হয়, তাহলে ছাত্রদলও কঠোর পথ বেছে নিতে বাধ্য হবে,” বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/