সুন্দরবন ও উপকূল সংরক্ষণে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫


পৃথিবীর সব প্রাণ-প্রকৃতি সংরক্ষণ আমাদের বুদ্ধিমান জীব হিসেবে টিকে থাকার মূল শর্ত। কোনো সৃষ্টি যেন হারিয়ে না যায়, সেজন্য আমাদের উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে সক্রিয় থাকতে হবে। মানুষের জীবন শুরু থেকেই প্রকৃতির ওপর নির্ভরশীল। তাই মহাপ্রাণ সুন্দরবনসহ উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে মিলেমিশে কাজ করতে হবে; এর বিকল্প নেই

২৮ মে বুধবার মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিবেশ সমাবেশে এই কথা বলেন বিভিন্ন জন। অনুষ্ঠানটি ছিলো উপকূলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে “সবুজ সাথী সম্মাননা” প্রদান উপলক্ষে।

আয়োজক ছিলেন জাতীয় জলবায়ু ও পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার। সমাবেশের সভাপতি ছিলেন ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। মোংলা সুন্দরবন সংলগ্ন সংরক্ষণক্ষেত্র হওয়ায় আইনবিরোধী কাজ এখানে কোনভাবেই মেনে নেয়া হবে না। এ বছর বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয়।

সুন্দরবন ও উপকূল সংরক্ষণে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই
সুন্দরবন ও উপকূল সংরক্ষণে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই

সম্মানিত অতিথি অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী বলেন, বৃক্ষপ্রেম আমাদের সামাজিক শিক্ষা এবং এটি আমরা সহজাতভাবেই পারিবারিকভাবে গ্রহণ করে বড় হয়েছি। উদ্ভিদ রোপণের সময় অবশ্যই পশু-পাখিদের খাদ্য ও আশ্রয়ের কথা মাথায় রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, পরিবেশ বিপর্যয় গভীর আকার ধারণ করলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু পরিবেশকর্মী আছে, যারা পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদের ভালো উদাহরণগুলো সামনে তুলে ধরলে সাধারণ মানুষও উৎসাহিত হবে। সুন্দরবনসহ উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সদস্য তোফাজ্জেল সোহেল, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন জুয়েল, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, মংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, বৃক্ষপ্রেমিক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব হাসান, পরিবেশকর্মী হিরন্ময় রায়, মোল্লা জাহিদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/