[ad_1]
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি) — এমন পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই মন্তব্য করেন। আদালত বলেন, বিষয়টি এখন নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত এবং তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
এর আগে বুধবার (২৮ মে) ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে চেয়েছিল আদালত। পাশাপাশি তাকে শপথ গ্রহণে বাধা চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির তারিখ নির্ধারণ করা হয় ওই দিন।
আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
এর আগে ২৬ মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট। আদালত রিটটি শুনানিযোগ্য নয় বলে মত দেয়। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রায় তিন বছর পর, ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় গেজেট প্রকাশের বিষয়ে এবং ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
তবে, এই গেজেট প্রকাশের বিরোধিতায় উচ্চ আদালতে রিট দায়ের হয়। রিটকারীরা ট্রাইব্যুনালের রায় ও গেজেটের বিরুদ্ধে প্রশ্ন তুলে মেয়র শপথ বন্ধ রাখার আবেদন করেন।
এদিকে, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসি নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংস্থার একটি অংশ। তারা মূল ফটক বন্ধ রেখে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম স্থগিত করে রেখেছে।
বর্তমানে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ইশরাক হোসেনের শপথ এবং মেয়র পদে দায়িত্ব গ্রহণ নিয়ে চলছে জোর আলোচনা। শেষ পর্যন্ত কী হবে—তার দিকেই তাকিয়ে সবাই।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com