বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়ে আপিল বিভাগের রায় নিয়ে মন্তব্য করতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, রায়ের কপি হাতে পাওয়ার পর আইনগত দিক বিশ্লেষণ করে কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “রায় তো এখনো হাতে পাইনি। কী রায় এসেছে, তা আইনি দিক থেকে পর্যালোচনা না করে কিছু বলা যায় না। মিডিয়ার হেডলাইন দেখে কোনো মন্তব্য করা ঠিক নয়।”
সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এই মামলায় নির্বাচন কমিশনের আইনজীবী কি আদালতে উপস্থিত ছিলেন? জবাবে সিইসি বলেন, “আইনজীবীর সঙ্গে এখনো কথা হয়নি।”
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে নির্বাচন কমিশনকে ইশরাক হোসেনের বিষয়ে সাংবিধানিক দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেয়। আদালত বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, ইশরাকের শপথ বিষয়ে তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে ইশরাক হোসেন ইস্যুতে নির্বাচন কমিশনের আইন শাখার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন সিইসি। এছাড়া তিনি অন্যান্য নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গেও বৈঠক করেন। তবে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের কোনো সুস্পষ্ট উত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান।
https://slotbet.online/