জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “আমরা কারও দোসর ছিলাম না, আমরা নিজস্ব রাজনীতি করেছি। কিছু কিছু সময় আমাদের অনেক কিছুতে বাধ্য করা হয়েছে। যেটাকে ফ্যাসিবাদ বলা হয়, সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছেন, আমরাও হয়েছি।”
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউ’-তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় জিএম কাদের আরও বলেন, “যারা আমাদের দোসর বলছেন, তারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কতটুকু ধারণা রাখেন, তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর বলা খুব সহজে কেউ বলতে পারবে না—শুধু কথার কথা ছাড়া। আমরা কোনোভাবেই দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, সেখানেই আমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম।”
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে থাকা তরুণ নেতৃত্ব—যাদের তিনি নিজের অভিভাবক ও নিয়োগকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন—তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছেন। এই বিভক্তি দিন দিন আরও তীব্র হচ্ছে এবং এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে। এতে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছি।”
প্রধান উপদেষ্টা জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না বলেও অভিযোগ করেন জিএম কাদের। তিনি বলেন, “রাজনৈতিকভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন। তার দৃষ্টিতে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। অথচ আইনগতভাবে আমরা এখনো একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমাদের লোকজনকে ধরে নিয়ে গিয়ে আটক রাখা হচ্ছে। পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে একটি বৃহৎ অংশকে কোণঠাসা করছে এবং তাদের সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।”
এনসিপিকে সরকারি দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “তারা নির্বাচনে নিজস্ব একটি দল গঠন করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে। এখনো তারা কোনো রেজিস্ট্রেশন পায়নি। আমি মনে করি, আইনগতভাবে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়। কিন্তু তাদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে একইসঙ্গে নির্বাচনে গেলে লেভেল প্লেয়িং ফিল্ড কখনোই সম্ভব নয়। একটি উপযুক্ত নির্বাচন প্রয়োজন, কিন্তু এই সরকার তা দিতে পারবে না। তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা অথবা ইচ্ছা নেই।”
সীমান্তে ‘পুশ ইন’ ইস্যুতে জিএম কাদের বলেন, “এটা স্পষ্ট যে সরকার দুর্বল ও ব্যর্থ। এটা সরকারের কাজ, এখানে আমরা কিছু করতে পারি না।”
এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে রংপুরে পৌঁছান জিএম কাদের। দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে তিনি আগামী রোববার ঢাকায় ফিরবেন।
https://slotbet.online/