কুষ্টিয়ায় বৃষ্টি, দুর্ভোগে শহরবাসী – Bangla Affairs

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫


বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কুষ্টিয়ায় দিনভর থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা বাতাসও। বৃষ্টি ও বাতাসের কারণে পরিবেশ কিছুটা শীতল হয়ে উঠলেও, এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও শহরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও অটোরিকশাচালকরা। এছাড়া টানা বৃষ্টির কারণে স্কুল-কলেজে যাতায়াত করতেও দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।

শহরবাসীরা জানিয়েছেন, সকাল থেকে টানা বৃষ্টিপাতে সড়কে চলাফেরায় ভোগান্তি বেড়েছে। রাস্তায় মানুষের উপস্থিতি কমে যাওয়ায় রিকশা ও অটোরিকশাচালকরা যাত্রী না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে, শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে যাতায়াতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

এক শিক্ষার্থী বলেন, “প্রতি বছরই এমন সময়ে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। পৌর কর্তৃপক্ষ যেন জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়—এটাই আমাদের দাবি।”

রিকশাচালক রেজাউল ইসলাম বলেন, “সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। তবুও জীবিকার তাগিদে রিকশা নিয়ে বের হয়েছি, কিন্তু যাত্রী না পেয়ে আবার ফিরে যাচ্ছি।”

অটোরিকশাচালক মেহেদী হাসান বলেন, “কিছু টাকা ইনকাম করার আশায় বৃষ্টিকে উপেক্ষা করে বের হয়েছি, কিন্তু যাত্রী না পেয়ে হতাশ হয়ে আবার বাড়ি ফিরতে হচ্ছে।”

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, “লঘুচাপের প্রভাবে জেলায় দিনভর বৃষ্টিপাত হচ্ছে। এ ধরনের বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে। এছাড়া বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/