মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলা রেলপথে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কালনী এক্সপ্রেস ট্রেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে লাউয়াছড়া সংরক্ষিত বন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সকালে লাউয়াছড়া অতিক্রম করার সময় রেললাইনের ওপর হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা রেললাইনের ওপর থেকে গাছ ও ডালপালা কেটে সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, আগের রাতে টানা ভারি বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর একটি বড় গাছ রেললাইনের ওপর হেলে পড়ে। সকালে ওই পথে চলতে থাকা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তবে এতে কোনো যাত্রী আহত হননি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, “গাছের সঙ্গে ধাক্কায় লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছ অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।”
বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনে পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরিয়ে ফেলি। লাউয়াছড়ায় অনেক পুরনো গাছ রয়েছে। বৃষ্টির সময় মাটি নরম হয়ে গেলে এসব গাছ সহজেই পড়ে যায়।”
https://slotbet.online/