[ad_1]
টেকনাফে ভারী বর্ষণের ফলে শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি প্রবেশ করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এসব পানিবন্দি মানুষ। শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষের আর্তনাদে ভরে উঠেছে এলাকাটি।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশেষ করে মহেশখালীয়া পাড়া এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বসতবাড়ির উঠান ও চলাচলের রাস্তায় জলাবদ্ধতার কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। পাশাপাশি, অপরিষ্কার পানিতে দীর্ঘ সময় থাকার ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, “হঠাৎ ভারী বর্ষণে আমাদের এলাকা প্লাবিত হয়ে যায়। পানি বের হওয়ার কোনো পথ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জনজীবনে মারাত্মক ব্যাঘাত ঘটছে। দ্রুত সমাধান প্রয়োজন।”
পানিবন্দি অবস্থায় থাকা আরও কয়েকজন বাসিন্দা জানান, জলাবদ্ধতায় আমাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। দীর্ঘসময় পানির মধ্যে থাকার কারণে অনেকে চর্মরোগ ও অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
শাহ পরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আসমা সিদ্দিকা জানান, “জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি পানির নিচে। পড়ালেখা করতে পারছি না, স্কুল-মাদ্রাসায় যাওয়া বন্ধ তিন দিন ধরে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।”
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com