আইপিএল জিতলে কার ভাগ্যে কত টাকা?

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫


আজ (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চোখ থাকবে কোটি ক্রিকেটপ্রেমীর, কারণ আইপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। মাঠে গৌরবের লড়াই চললেও মাঠের বাইরেও চলছে আরেকটি বড় লড়াই — কোটি টাকার পুরস্কারের লড়াই।

আইপিএল শুধু মাঠের ক্রিকেট নয়, এটি বিশাল এক আর্থিক মঞ্চও। এই টুর্নামেন্টের শিরোপার সঙ্গে জড়িয়ে আছে মোটা অঙ্কের পুরস্কার, যা বদলে দিতে পারে পুরো দল, খেলোয়াড় এমনকি কোচিং স্টাফদের ভাগ্যও।

চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ২০ কোটি টাকা পুরস্কার। রানার্সআপ দলও পাবে ১৩ কোটি টাকা। এই অর্থমূল্য ২০২২ সাল থেকেই অপরিবর্তিত রয়েছে, তবে ২০০৮ সালে প্রথম আইপিএল জেতা রাজস্থান রয়্যালস পেয়েছিল মাত্র ৪.৮ কোটি টাকা। তাই এখনকার অঙ্ক তুলনামূলক অনেক বড়।

দলগত পুরস্কারের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও থাকছে। ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার’-এর মতো পুরস্কারেও থাকছে মোটা অঙ্কের অর্থ। আজকের ফাইনাল শুধু ট্রফির জন্য নয়, এটি ইতিহাস গড়ার সুযোগও। এক দশকেরও বেশি সময় পরে এবারই প্রথম আইপিএল পেতে যাচ্ছে এক নতুন চ্যাম্পিয়ন।

২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে যত দল ট্রফি জিতেছে, সবাই আগে অন্তত একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই ধারা ভাঙছে। কারণ বেঙ্গালুরু ও পাঞ্জাব— দুটি দলই এখনও পর্যন্ত কখনও আইপিএল জেতেনি।

আরসিবি তিনবার ফাইনাল খেলেও (২০০৯, ২০১১ ও ২০১৬) প্রতিবার হেরেছে। অন্যদিকে পাঞ্জাব কিংস একবারই ফাইনালে উঠেছিল, ২০১৪ সালে, তাও হেরেছিল। এরপর এক দশক কেটেছে প্লে-অফেই পৌঁছাতে না পেরে। তবে এবার দুই দলই সমালোচকদের ভুল প্রমাণ করে পৌঁছে গেছে চূড়ান্ত পর্বে। তাই ১৫ বছরের আইপিএল ইতিহাসে আজ এক নতুন নাম উঠতে চলেছে চ্যাম্পিয়নের তালিকায়।

তবে সব উত্তেজনার মাঝে একটি শঙ্কাও রয়েছে — আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা। এতে ফাইনালের নাটকীয়তা আরও বেড়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কে জিতবে ট্রফি আর কে হবে কোটি টাকার এই লড়াইয়ের আসল বিজয়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/