কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ্ কার্ড ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ হেলথ্ কার্ড ও ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, “এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং কীভাবে সকলে সম্পৃক্ত হয়ে গিয়েছিল তা সবার জানা। তখন একটাই উদ্দেশ্য ছিল—এখন প্রত্যেকটা ব্যক্তি-ব্যক্তি উদ্দেশ্যে পরিণত হচ্ছে, যে কারণেই এত বিভেদ সৃষ্টি হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও ভুয়া মুক্তিযোদ্ধা বের হচ্ছে, তাহলে এখানেও সমস্যা থাকতে পারে। আমাদের যাচাই-বাছাই চলছে।”
তিনি আরও বলেন, “সরকারি কর্মকর্তাদের এমনভাবে সবার কাছে তুলে ধরা হয় যে তারা জনগণের বিপক্ষে কাজ করে—বিষয়টি এমন না। আমাদেরও কিছু বিধি-বিধান মেনে কাজ করতে হয়। এই পরিবর্তিত বাংলাদেশে এটুকু বলতে পারি, আমরা আপনাদের সহযোদ্ধা।”
অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, আহত জুলাই যোদ্ধা মো. শরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম এবং নাজমুস সাকিব বক্তব্য রাখেন।
এ সময় আহত জুলাই যোদ্ধারা অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।
https://slotbet.online/