বরিশালে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিনজন গ্রেপ্তার

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫


বরিশালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে র‌্যাব-৮ এর মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

জানা যায়, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান বাবুলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহাগ বেপারীকে ২ জুন দিবাগত রাতে র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সোহাগ পিরোজপুরের সোহাগদল গ্রামের বাদশা বেপারীর ছেলে।

একই দিন ঢাকার কদমতলীর বিক্রমপুর এলাকা থেকে বানারীপাড়ার কচুয়া গ্রামের জাকারিয়া রহমানের ছেলে ডাকাত দলের সদস্য মীর লিটন এবং দক্ষিণ কেরানীগঞ্জের গেন্ডারিয়া এলাকা থেকে পিরোজপুরের সোহাগদল গ্রামের মজনু মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য নাসির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে ব্যবসায়ী মিজানুর রহমান বাবুলের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মূল্যবান মালামালসহ প্রায় ২২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বাবুল বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির অসংখ্য মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/