পুশইন ইস্যুতে দিল্লিকে আবারও চিঠি পাঠাবে ঢাকা, এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে পুশইন ঠেকানো সম্ভব না, আজ বা আগামীকাল আবার চিঠি দেবে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘পুশইন’ সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতিক্রিয়া আছে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের কোনো জবাব বা প্রতিক্রিয়া আমরা পাইনি। প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।
সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও শক্ত ভাষায় প্রতিবাদ অব্যাহত থাকবে। নমনীয়তার কোনো সুযোগ নেই।
ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন জানান, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চায়, তখন তাদের কাছে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।
https://slotbet.online/