[ad_1]
রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৪ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার আদালত সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।
এদিন দুপুর ১২টার দিকে কামাল মজুমদারকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকার ২০২৩ সালের ২৫ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। প্রজ্ঞাপন অনুযায়ী, অস্ত্র ও গুলি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা ছিল।
তবে কামাল আহমেদ মজুমদার নির্ধারিত সময়ের মধ্যে তার নামে থাকা দুইটি আগ্নেয়াস্ত্র থানায় জমা দেননি এবং এ বিষয়ে থানাকে কোনো তথ্যও প্রদান করেননি। লাইসেন্সে দেওয়া ঠিকানায় পুলিশ গিয়ে কাউকে না পেয়ে তার বিরুদ্ধে বনানী থানার এসআই (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা দায়ের করেন।
এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর রাতে গুলশানের নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com