আ.লীগ নিষিদ্ধের বিষয়টি ইউনূস সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫


বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পূর্ণভাবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আলোচনায় তিনি বলেন, “নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার ও জনগণ। জাতিসংঘ কোনো রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। তবে আমরা অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে। সে লক্ষ্যেই নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ।”

আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে গোয়েন লুইস বলেন, “এই সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। আমাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচন মানে সমাজের সব অংশের, নারী-পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে, নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন গত জুলাই ও আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছে। সেই প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, নির্বাচন প্রক্রিয়ায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণই মূল লক্ষ্য হওয়া উচিত।

রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার ও নির্বাচন এই দুটি বিষয় নিয়ে জাতিসংঘ কোনটিকে অগ্রাধিকার দেবে, জানতে চাইলে তিনি বলেন, “এটা পুরোপুরি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। জাতিসংঘ শুধু সহযোগিতার পক্ষেই থাকবে।”

রাখাইনে মানবিক করিডোর চালু হবে কিনা, এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস জানান, এটি পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সম্মতির ওপর। উভয়পক্ষ রাজি হলে জাতিসংঘ সহায়তা দিতে প্রস্তুত, তবে নিজেরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না।

তিনি আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আলোচনাসভায় ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/