[ad_1]
“আপনার অনুদান, আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে গণচাঁদা সংগ্রহের (ক্রাউড ফান্ডিং) কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন জানান, “জুলাই বিপ্লবের পর থেকেই সাধারণ মানুষ এনসিপিকে নানাভাবে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করে আসছে। তাদের সেই আগ্রহের প্রতিক্রিয়াতেই আমরা আনুষ্ঠানিকভাবে গণচাঁদা সংগ্রহ শুরু করেছি।”
তিনি বলেন, এনসিপি চায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক নীতি প্রতিষ্ঠা করতে। এজন্য দলের আয়-ব্যয়, বরাদ্দ, আয়ের উৎস ও খাত নিয়ে একটি নির্দিষ্ট আর্থিক নীতিমালা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ৮ মার্চ এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, এনসিপি অনলাইন ও অফলাইনে একটি ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম চালু করবে, যার মাধ্যমে দলীয় কার্যালয় নির্মাণসহ নির্বাচনী তহবিল সংগ্রহ করা হবে।
এনসিপির এই উদ্যোগ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকল্প অর্থায়ন মডেলের একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই, যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com