[ad_1]
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চাঁদাবাজি ও মাদক নির্মূলে ২৪ ঘণ্টা মাঠে রয়েছে সেনাবাহিনী। ঈদুল আজহা সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।
বুধবার (৪ জুন) সকাল ১০টায় শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেনা ক্যাম্প কমান্ডার মেজর আহাদ জানান, “চাঁদাবাজি, অবৈধ দখল, চোরাচালান ও মাদক প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। ঈদের সময় যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে লক্ষ্যে কাজ করছি।”
সাথে থাকা ক্যাপ্টেন খালিদ বলেন, “সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে কার্যকর টহল ব্যবস্থা চালু রয়েছে। জনসাধারণের যেন কোনো ধরনের দুর্ভোগ না হয়, সেজন্য সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।
এ বিষয়ে কয়েকজন পথচারী জানান, “সেনাবাহিনী রাস্তায় নামার পর যানজট অনেকটাই কমেছে। তারা শুধু নিরাপত্তা নয়, শৃঙ্খলাও নিশ্চিত করছে—যা আমাদের ভরসা যোগাচ্ছে।”
সেনা সদস্যরাও জানিয়েছেন, এবারের ঈদ পরিবার ছাড়াই কুড়িগ্রামে পালন করছেন, কারণ জনগণের নিরাপত্তাকেই তারা প্রথম দায়িত্ব মনে করেন।
সার্বিকভাবে কুড়িগ্রামবাসী সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন—ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন সহায়তা এলাকাবাসীর মধ্যে আশ্বাস ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com