[ad_1]
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে অপহৃত পাঁচজনের এখনো কোনো খোঁজ মেলেনি। অপহরণের পরদিন বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গহিন পাহাড়ে র্যাব ও পুলিশের যৌথ অভিযান চালানো হলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
র্যাব-১৫ এবং পুলিশের একটি যৌথ টিম হোয়াইক্যং-শামলাপুর এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল ঘিরে তল্লাশি অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন র্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, “অপহৃতদের উদ্ধারে ও অপহরণকারীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি, তবে এখনো কাউকে আটক বা উদ্ধার করা যায়নি। অভিযান অব্যাহত থাকবে।”
এর আগে, মঙ্গলবার (৩ জুন) সকালে হোয়াইক্যং-শামলাপুর সড়কে বাহারছড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চালকসহ পাঁচজনকে অস্ত্রের মুখে অপহরণ করে একদল ডাকাত। অপহৃতদের মধ্যে চারজনই রোহিঙ্গা বলে জানা গেছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, “অপহৃতদের উদ্ধারে র্যাব-পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের সন্ধানে অভিযান চলমান রয়েছে। স্থানীয়ভাবে চাঞ্চল্য ছড়ানো এই ঘটনায় পাহাড়ি জনপদে আতঙ্ক বিরাজ করছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com