দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা-সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ষষ্ঠ কমিশন বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, “আদালতের আদেশ, আইন এবং অতীত রেফারেন্স পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি জামায়াতে ইসলামীর নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীকসহ পুনর্বহাল করা হবে। ২০০৮ সালে দলটিকে প্রতীক-সহ নিবন্ধন দেওয়া হয়েছিল। আরপিও অনুযায়ী, কোনো দল একবার প্রতীক পেলে তা সেই দলের জন্য সংরক্ষিত থাকে।”
ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ সম্পর্কেও মন্তব্য করেন কমিশনার। তিনি বলেন, “আমরা পর্যবেক্ষণ ও রেফারেন্সগুলো বিশ্লেষণ করেছি এবং গেজেট প্রকাশের মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব সম্পন্ন হয়েছে বলে মনে করি।”
https://slotbet.online/