[ad_1]
চট্টগ্রামে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের এক নারী নেত্রীকে লাথি মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াতের বহিষ্কৃত কর্মী সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৪ জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে তাকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১ জুন লালদীঘি এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
গত ২৯ মে চট্টগ্রামের জামালখান মোড়ে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের আয়োজিত প্রতিবাদ সমাবেশে ‘শাহবাগ বিরোধী ঐক্য’ নামে একটি সংগঠনের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেসময় জামায়াতের বহিষ্কৃত কর্মী আকাশ ছাত্র জোটের নারী নেত্রীসহ আরও কয়েকজনকে লাথি মারেন। এতে ছাত্র জোটের অন্তত চার কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় আকাশসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার মুখে জামায়াত ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com