পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে মোংলাসহ উপকূলীয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ এলাকা ও ঘাটগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে তারা দিনরাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
বুধবার (৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, উপকূল ও নদী তীরবর্তী জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ কার্যকলাপ দমন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
বিশেষ করে খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা ও শরণখোলা এবং সাতক্ষীরার কৈখালী অঞ্চলের লঞ্চঘাট, খেয়া ও ফেরিঘাটে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এতে রয়েছে নিরাপত্তা টহল, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযান তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, জনসচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ।
তিনি বলেন, “যাত্রীদের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য নিয়মিত সাঁড়াশি অভিযান ও যৌথ টহলও চালানো হচ্ছে।”
কোস্ট গার্ডের এই কার্যক্রম ঈদের আগেও যেমন চলমান ছিল, ঈদের পরে যাত্রীসাধারণের নিরাপত্তার জন্য তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
https://slotbet.online/