ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি মাহিন্দ্র যাত্রীবাহী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ‘মিজান পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও পাঁচজন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫), এবং শিবচরের মাদবরেরচর এলাকার তারা মিয়া (৫৫), যিনি হাসপাতালে মারা যান।
এ দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন চৌকিঘাটার গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), পুখরিয়ার খোকন মিয়া (৩০), গোয়ালপাড়ার জামাল মোল্লা (৪৫) এবং শিলাদর চর গ্রামের শহীদ মোল্লা (৩৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার পর পরই তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সংঘর্ষের পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ বাসটি শনাক্ত ও চালককে শনাক্ত করার চেষ্টা করছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা কার্যকরভাবে প্রতিপালিত হচ্ছে না। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে বলে তারা মন্তব্য করেছেন।
https://slotbet.online/