ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হলে থাকা প্রায় সকল শিক্ষার্থী বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে থাকা কুকুর-বিড়ালরা, যারা সাধারণত শিক্ষার্থীদের খাবারের বাকি অংশ বা শিক্ষার্থীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে, খাদ্য সংকটে পড়েছে।
এই সংকটের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী নির্বাক প্রাণীদের জন্য খাবারের ব্যবস্থা করার একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। তারা ফান্ড সংগ্রহ করে প্রাণীগুলোর খাবারের জোগান দিচ্ছেন।
উক্ত উদ্যোগের মূল উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী অনন্যা আফরিন বলেন, “আমার একটা কুকুর আছে, তাই এ ধরনের প্রাণীদের প্রতি আমার একটা আবেগ কাজ করে। ক্যাম্পাসে গেলে সাধারণত এসব প্রাণীদের খাবার দিই। ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবে, তখন ক্যাম্পাসে থাকা নির্বাক প্রাণীদের খাদ্যের সংকট হবে। এজন্য আমি এই উদ্যোগ নিয়েছি এবং আমার বিভাগের সিনিয়র ও ব্যাচমেটদের সাহায্য পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে এ ধরনের প্রাণীদের খাবারের জন্য আরও ৭ দিনের ফান্ড সংগ্রহ আছে। যদি ভালো সাড়া পাই, তাহলে পুরো ছুটির সময় আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো।”
https://slotbet.online/