ভুল বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করলে সরকার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “ভুল বা মিথ্যা সংবাদ যারা প্রকাশ করবেন, যেগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গণমাধ্যমকে আমরা সবসময় শ্রদ্ধা করি, কিন্তু বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।”
সম্প্রতি মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত একটি সংবাদ নিয়ে তিনি বলেন, “ওই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমরা প্রত্যাশা করি, যেসব গণমাধ্যম এ ধরনের সংবাদ প্রচার করেছে, তারা ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করবে এবং একই জায়গায় দুঃখ প্রকাশ করবে।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সমালোচনাকে স্বাগত জানায়। তবে স্বাধীনতার মানে এই নয় যে কেউ ইচ্ছেমতো ভুয়া খবর ছড়াবে। সংবাদ প্রচারে দায়িত্বশীলতা অনিবার্য।”
উল্লেখ্য, বাংলা অ্যাফেয়ার্সেও বঙ্গবন্ধুসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার খেতাব বাতিল সংক্রান্ত প্রকাশিত হয়েছিল। এই সংবাদের মাধ্যমে তার সংশোধনী দেয়া হলো।
https://slotbet.online/