শিরোনাম
Save the nature of Bangladesh চট্টগ্রাম মহানগর শাখার কমিটির পক্ষ থেকে মেয়র কে ফুলেল শুভেচ্ছা বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা টাইফয়েড থেকে শিশুদের বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন নিন: মেয়র ডা. শাহাদাত চন্দনাইশে শহীদ জিয়ার খাল খননের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধনকালে ডা. শাহাদাত হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে হবে –জসিম উদ্দিন চৌধুরী আজ মাঠে নামছে বাংলাদেশ – Bangla Affairs

মহাসড়কে ২ শতাধিক গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

[ad_1]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসার এলাকায় চট্টগ্রাম-সিলেট মহাসড়কে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার পরপরই ট্রাকে থাকা প্রায় ২০০টি এলপি গ্যাস সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণ ঘটলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সৌভাগ্যজনকভাবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বিস্ফোরণ ও আগুনের ভয়াবহতা সড়কের দুই পাশে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বেশ কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা ট্রাকটি মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহরের বাইপাস এলাকায় বিরাসারে রাস্তার একটি বড় গর্তে চাকা পড়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে লেগে যায়। সংঘর্ষের পরপরই আগুন ধরে যায় ট্রাকে।

সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ
সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সিলিন্ডারগুলোতে, কিছুক্ষণের মধ্যে একের পর এক বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, আশপাশের মানুষ ঘুম ভেঙে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, সম্ভবত প্রাইভেটকারের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত, যা ট্রাকের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। ট্রাকের সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে এক কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা বলছেন, মহাসড়কের দীর্ঘদিনের খারাপ অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে গর্তে পানি জমে থাকায় ট্রাকটি গর্তে পড়ে ভারসাম্য হারায়।

অটোরিকশাচালক মাহাবুব রহমান সাকিব বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ। এত বড় গর্তে না পড়লে দুর্ঘটনাটা হতো না।”

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত যানবাহন সরানোর কাজ চলে। কেউ আহত না হলেও সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে বিকল্প রুটে শহরের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়।

 

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/