[ad_1]
২০ টাকার নতুন নোটে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি সংযোজন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিষয়টিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি অবজ্ঞা ও বিশ্বাসে আঘাত হিসেবে উল্লেখ করে সংগঠনটি অবিলম্বে বিতর্কিত নোট বাতিলের আহ্বান জানিয়েছে।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান এই দাবি জানান।
“বিশ টাকার নতুন নোটে মসজিদের জায়গায় মন্দির ও বৌদ্ধবিহার প্রতিস্থাপন দেশের ৯২ শতাংশ মুসলমানের আবেগে আঘাত করেছে”— এমন মন্তব্য করে তারা বলেন, “একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাষ্ট্রীয় প্রতীকে ইসলামী সংস্কৃতির প্রতিফলন থাকা স্বাভাবিক। অথচ নতুন নোটে যে নকশা এসেছে, তা দেশের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক।”
হেফাজত নেতারা আরও বলেন, “ঈদুল আজহার মতো পবিত্র সময়ে এমন একটি সিদ্ধান্ত জাতীয় ঐক্য বিনষ্ট করতে পারে। এর পেছনে কারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
তারা সরকারের প্রতি আহ্বান জানান, বিতর্কিত নোটের নকশা বাতিল করে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে পুনরায় নোট প্রণয়ন করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে দেশের ধর্মপ্রাণ ইসলামপন্থী দল ও সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
হেফাজতের বিবৃতিতে আরও বলা হয়, “আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই— ইসলাম, বিশ্বাস ও দেশের স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সোচ্চার হই।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com