যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে হামজাদের ম্যাচ

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫


আজ সন্ধ্যা ৭টায় ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অত্যন্ত প্রতীক্ষিত ম্যাচ। এই ম্যাচের জন্য বাফুফে ১৮,৩০০ টিকিট ছেড়েছিল, যা রাতারাতি ‘সোল্ড আউট’ হয়ে যায়। ওয়েবসাইটে সাইবার হামলার কারণে এবং ঘণ্টার পর ঘণ্টা ডিজিটাল লাইনে অপেক্ষা করেও অনেকেই টিকিট পায়নি। তবে যারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ।

এই ম্যাচের ব্রডকাস্টিং চ্যানেল টি স্পোর্টস জানিয়েছে, ‎দেশে আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় এবং বরিশালের বেল’স পার্ক। এসব স্থানে হামজা-জামালদের খেলা দেখা যাবে বিনামূল্যে।

এছাড়া, রাজধানী ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এই স্থানগুলো হল: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। সেখানে ২৪ দল শিরোপার জন্য প্রতিযোগিতা করবে, এবং বাংলাদেশও সেই ২৪ দলের একটি হয়ে শিরোপার লড়াইয়ে অংশ নিতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/