পবিত্র হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫


চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২২ জন বাংলাদেশি হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ, গতকাল মঙ্গলবার (১০ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং দুইজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় সাতজন এবং আরাফায় একজন।

বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), যিনি ২৯ এপ্রিল মারা যান। এরপর ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০), ৯ মে জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), ১০ মে নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১), ১৯ মে চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩) এবং ২৪ মে রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন মৃত্যুবরণ করেন।

২৫ মে চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন (৭৪), ২৭ মে চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, ২৯ মে জয়পুরহাটের পাঁচবিবির মো. মোস্তাফিজুর রহমান (৫৩), একই দিনে মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার (৬৩) এবং গাজীপুরের টঙ্গীর আবুল কালাম আজাদ (৬২) মারা যান। ১ জুন মারা যান গাজীপুরের পুবাইলের মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০) এবং নীলফামারীর সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯)। এরপর ৫ জুন ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া, ৬ জুন খুলনার বটিয়াঘাটার শেখ মো. ইমারুল ইসলাম, ৭ জুন নোয়াখালীর সোনাইমুড়ির মো. মুজিব উল্যা এবং ৯ জুন গাইবান্ধার সাদুল্লাপুরের এ টি এম খায়রুল বাসার মণ্ডল মৃত্যুবরণ করেন।

সবশেষে, ১০ জুন মারা যান সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গতকাল মঙ্গলবার, ১০ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/