[ad_1]
বলিউড তারকাদের প্রেম ও বিয়ে অনেক সময়ই ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে হয়ে থাকে। এমনই একটি পরিচিত নাম কারিনা কাপুর। জন্ম হিন্দু পরিবারে, বিয়ে করেছেন মুসলিম পরিবারের সন্তান সাইফ আলি খানকে। তাহলে প্রশ্ন উঠতেই পারে—কারিনা কোন ধর্মের অনুসারী?
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে কারিনা ও সাইফের বড় ছেলে তৈমুর খানের একজন সাবেক পেডিয়াট্রিক নার্স জানান, কারিনা কোনো ধর্ম পরিবর্তন করেননি। বরং তিনি তার মা ববিতা কাপুরের ধর্ম অনুসরণ করেন, অর্থাৎ খ্রিস্টান।
সেই নার্স জানান, কারিনা নিজেকে হিন্দু বা মুসলিম হিসেবে নয়, খ্রিস্টান পরিচয়ে দেখেন এবং যিশুকেই তার আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে মানেন।
উল্লেখ্য, সাইফ আলি খানের বাবা ছিলেন মুসলিম, আর মা শর্মিলা ঠাকুর বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছিলেন আয়েশা বেগম। তবে কারিনা শাশুড়ির পথ অনুসরণ করেননি।
ধর্মের গণ্ডি পেরিয়ে ভালোবাসা ও বিশ্বাসে ভর করেই এগিয়ে চলছে সাইফ-কারিনার সংসার। আর ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় কারিনা থেকেছেন নিজের মতো স্বাধীন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com