কেন বাতিল হলো সজীব ওয়াজেদ জয়ের কলকাতা সফর

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫


ভারতে পারিবারিক সফরে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সফরের অংশ হিসেবে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি ও দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত তার কলকাতা যাওয়া হচ্ছে না বলে জানা গেছে।

৬ জুন ঈদ উপলক্ষে মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছান জয়। এরপর থেকেই তিনি ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। বিবিসি বাংলার বরাত দিয়ে জানা যায়, এটি মূলত পারিবারিক সফর হওয়ায় রাজনৈতিক কোনো কর্মসূচি তার এ সফরে নেই।

শোনা যাচ্ছিল, কলকাতা ও তার আশপাশে অবস্থানরত সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারেন জয়। কিন্তু সফরের স্বল্পতা এবং ব্যক্তিগত স্বভাব গোপনীয়তা রক্ষার কারণেই শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়েছে।

ভারতের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, সজীব ওয়াজেদ জয়ের সফর রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে পারিবারিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাওয়ার কিছুদিন পরই তার ভারতে যাওয়া নিয়ে পরিকল্পনা থাকলেও, তা এগিয়ে এনে ৬ জুন তিনি দিল্লিতে পৌঁছান। তবে এ সফরের বিষয়টি অত্যন্ত গোপনে রাখা হয় এবং বিমানবন্দর থেকে ভিভিআইপি রীতি অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়নি, যদিও নিরাপত্তার ব্যবস্থা ছিল কড়া।

জয় বর্তমানে তার মা শেখ হাসিনা, বোন সায়মা ওয়াজেদ পুতুল ও ফুফু শেখ রেহানার সঙ্গে ঈদ উদযাপন করছেন। সায়মা পুতুল বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন।

জয়ের যুক্তরাষ্ট্রে ফেরার নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, তিনি অল্প কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/